আজ সারাদেশের এসএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশ করা হয়েছে। সারাদেশে পাশের হার ৮২.২০ শতাংশ এবং মোট জিপিএ ৫ এর সংখ্যা হচ্ছে ১ লাখ ৫ হাজার ৫৯৫ জন।সিলেট বোর্ড এর এস সি রেজাল্ট
২০১৯ প্রকাশ করা হয়েছে। সিলেট বোর্ডে এবছর পাশের হার হচ্ছে ৭০.৮৩ শতাংশ।সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পাওয়া
শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৭৫৭ জন।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষাবোর্ড (বিআইএসই) এর এসএসসি ২০১৯ রেজাল্ট জানার জন্য আপনি ৩ টি পদ্বতি
ব্যবহার করতে পারেন। নিচে সে গুলো বিস্তারিত দেওয়া হলঃ
- ইন্টারনেটের মাধ্যমে
- এসএমএস এর মাধ্যমে
- নিজ স্কুলে গিয়ে
রেজাল্ট দেখার জন্য নিচের ধাপ
গুলো দেখুন তাহলে খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন।
- প্রথমে এখানে ক্লিক করুন এরপর Select Examination থেকে থেকে SSC সিলেক্ট করুন।
- এরপর তার নিচের অপশন থেকে Select Year থেকে আপনার পরীক্ষার সাল 2019 দিন।
- ৩য় ধাপ থেকে Select your Board থেকে আপনার শিক্ষাবোর্ড Sylhet Board সিলেক্ট করুন।
- তারপর Select Your Roll Number থেকে আপনার Roll Number ঠিক করে লিখুন।
- এরপর রেজিশট্রেশনের নম্বর টা ঠিকমত লিখুন।
- তারপর যে ক্যাপচা টা থাকবে সেটা পুরন করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং একটু সময় অপেক্ষা করুন।
সিলেট শিক্ষাবোর্ড এর এসএসসি রেজাল্ট আপনি খুব সহজে
এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবেন। রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখার জন্য আপনাকে যা
অনুসরণ করতে হবেঃ
SSC <SPACE> আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর <SPACE> রোল নম্বর <SPACE> পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
SSC SYL 123456 2019
SSC SYL 123456 2019
Send to 16222
সিলেট শিক্ষাবোর্ড এসএসসি ২০১৮ রেজাল্ট এর কিছু পরিসংখ্যানঃ
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষাবোর্ড বা বিআইএসই থেকে ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় মোট ১ লক্ষ ৮
হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। অংশ নেওয়া মট পরীক্ষার্থীর মধ্যে পাশ করা
শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ৭১০ জন এবং ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার
২১৮ জন।
গত বছর অর্থাৎ ২০১৮ সালের থেকে এবছর ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার
৩ শতাংশ বেড়ে গেছে। ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭০.০০ শতাংশ।আর এবছর
পাশের হার হচ্ছে ৭৩.৮৪ শতাংশ। সিলেট বোর্ডে ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল মোট ৩ জাহার
১৯১ জন শিক্ষার্থী। মোট পাশ করা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার
হচ্ছে ৩ শতাংশ।
২০১৮
এবং ২০১৯ সালের এসএসসি রেজাল্টের পার্থক্য
নাম
|
২০১৮
|
২০১৯
|
পরীক্ষার্থী সংখ্যা
|
১০৮৯২৮
|
-
|
মোট পাশের হার
|
৭০%
|
৭০.৮৩%
|
জিপিএ-৫ সংখ্যা
|
৩১৯১
|
২৭৫৭
|
সিলেট শিক্ষাবোর্ড সম্পর্কে কিছু তথ্যঃ
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষাবোর্ড ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে।এই শিক্ষা বোর্ড সিলেট, সুনামগঞ্জ,
মৌলভীবাজার ও হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রণ, তত্বাবধান ও বিকাশের
জন্য প্রয়োজনীয় কাজ করে থাকে। সিলেট শিক্ষা বোর্ডকে বিআইএসই নামে উল্লেখ করা
হয়।সিলেট বোর্ডের অফিসিয়াল লিঙ্কঃ https://sylhetboard.gov.bd
অন্যান্য সকল বোর্ডের রেজাল্টের
জন্য নিচে আপনার বোর্ড অনুসারে ক্লিক করুন
- ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট
- চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট
- কুমিল্লা বোর্ড এসএসসি রেজাল্ট
- যশোর বোর্ড এসএসসি রেজাল্ট
- রাজশাহী বোর্ড এসএসসি রেজাল্ট
- দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট
- বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট
সিলেট বোর্ড এস এস সি রেজাল্ট ২০১৯ বের করতে সমস্যা হলে বা এখনও বের করতে না পারলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হোন এবং পেইজে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড লিখে মেসেজ করুন অথবা এইখানে নিচে কমেন্ট করুন আমরা আপনার রেজাল্ট জানিয়ে দিব।
আমাদের ফেসবুক পেজ লিঙ্কঃ
0 comments: